অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৩:৩৫ এএম

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি সাবালেঙ্কা

রিবাকিনার রিটার্ন বেস লাইনের বাইরে পড়তেই, আনন্দে কোর্টে শুয়ে পড়লেন আরিয়ানা সাবালেঙ্কা। ক্যারিয়ারে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। প্রথম গ্র্যান্ড স্লামও জিতলেন। নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন।

সাবালেঙ্কা ম্যাচটি জিতে নেন লড়াই করে। খেলার ফল ছিল ৪-৬, ৬-৩, ৬-৪। শেষ সেট জিততে কঠোর পরিশ্রম করতে হয়েছে ৫ম বাছাই খেলোয়াড়কে। রাইবাকিনা চার ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন সাবালেঙ্কা।

ম্যাচের আগে পরিস্থিতি এমন ছিল, যেই জিতুক না কেন, মেয়েদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেত অস্ট্রেলিয়ান ওপেন। আরিয়ানা সাবালেঙ্কা প্রথম বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। অন্য দিক, এলিনা রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ফাইনাল হলেও একটা গ্র্যান্ড স্লাম জয়ের অভিজ্ঞতা রয়েছে। উইম্বলডন চ্যাম্পিয়ন তিনি। মেয়েদের টেনিসের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায়, ধারাবাহিকতার অভাব। সেরেনা উইলিয়ামসের মতো কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। অনেকেই একটা করে গ্র্যান্ড স্লাম জিতে হারিয়ে গিয়েছেন। কেউবা দুটো গ্র্যান্ড স্লাম।

 

 

Link copied!