আফগানিস্তানে ভূমিকম্প: সহায়তা চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২২, ০৬:৪৯ পিএম

আফগানিস্তানে ভূমিকম্প: সহায়তা চায় তালেবান

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন দেড় হাজার। ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে  তালেবান সরকার।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ পূর্বাঞ্চলের পাকটিকা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জাতিসংঘ সেখানে বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি আশ্রয় ও খাদ্য সহায়তা দেওয়ার জন্য কাজ করছে। তবে প্রবল বর্ষণ ও উপযুক্ত উপকরণের অভাবে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে আফগান দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধারকাজ পরিচালনা ও সব ধরনের সহায়তার প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে ভূমিকম্পে নিহতদের পরিবারকে প্রায় ১ হাজার ২০০ ডলার ও আহতদের পরিবারকে ৫৫০ ডলার করে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

Link copied!