করোনা সংক্রমণ ঠেকাতে কারফিউ জারি হবে দিল্লিতে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০২:২২ এএম

করোনা সংক্রমণ ঠেকাতে কারফিউ জারি হবে দিল্লিতে

প্রতিবেশি দেশ ভারতের রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। পরিস্থিতি সামলাতে এবার দিল্লিতে চলতি সপ্তাহের শেষে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনি এবং রবিবার কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দপ্তরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, বেসরকারি সংস্থাগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে।

মণীশ আরও জানান, দিল্লির বাস এবং মেট্রো পূর্ণ যাত্রী নিয়ে চলতে পারবে। তবে স্টপেজ ও স্টেশনে ভিড় এড়াতে বাস এবং মেট্রোয় আসন সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া প্রকাশ্যে কেউ মাস্ক ছাড়া বের হতে পারবেন না।

গত এক সপ্তাহে দিল্লিতে সংক্রমণের হার বেড়ে গেছে। প্রতিদিন সেখানে কোভিড শনাক্ত হচ্ছে চার হাজারেরও বেশি মানুষের। সোমবার রাজধানীতে শনাক্তের সংখ্যা ছিল চার হাজার ৯৯ জন।

Link copied!