করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১, ২০২১, ০৭:০১ পিএম

করোনার ভারতীয় ধরনের নতুন নামকরণ

আপত্তিটা ভারতের পক্ষ থেকে আগেই ছিল, এবার সেটি আমলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের ভারতীয় ধরনের নামকরণ করলো সংস্থাটি। বর্তমানে যে ধরনটি ভয়াবহভাবে ভারতে ছড়িয়েছে সেটির নাম রাখা হয়েছে ‘ডেল্টা’। এই নামকরণ করা হয়েছে এটি গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণের নামানুসারে। অন্যদিকে বর্তমান ধরন আসার ঠিক আগে যে ধরনটি সংক্রমণ ছড়িয়েছিল সেটির নাম গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে ‘কাপ্পা’ রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে ভারতে করোনাভাইরাসের দুই নতুন ধরনের খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার (৩১ মে) ওই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে।

নতুন এই নামকরণের পর বি.১.৬১৭.১ প্রজাতিকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ প্রজাতিকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে।

গত সেপ্টেম্বরে ব্রিটেনে যে প্রজাতি পাওয়া যায়, তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রজাতির নাম ‘বিটা’ এবং ব্রাজিলে যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে তার নাম রাখা হয়েছে ‘গামা’।

কোভিড-১৯ চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার সময় ভাইরাসটি চায়না ভাইরাস নামে পরিচিতি পেতে শুরু করে। তখন চীনের আপত্তির মুখে ভাইরাসটির নয়া নামকরণ করা হয় করোনাভাইরাস বা কোভিড-১৯। 

Link copied!