মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই থামছে না। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো মরদেহ। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বুধবার (১৯ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময়) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন মারা গেছেন। মঙ্গলবার (১৮ মে) একই সময় পর্যন্ত সারা বিশ্বে মারা গিয়েছিল ৩৪ লাখ ৪ হাজার ২৭৯ জন। এহিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ১৪ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মে) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারা বিশ্বে মারা গিয়েছিল ৩৩ লাখ ৯৩ হাজার ২৮০ জন। রবিবার (১৬ মে) ৯টা পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছিল ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জনের। এহিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ১০ হাজার ৫০ জন মারা গেছেন।
শনিবার (১৫ মে) পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৩৩ লাখ ৭১ হাজার ৪৯ জন। এ হিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনাভঅইরাসে আক্রান্ত হয়ে ১২ হাজার ১৮১ জনের মৃত্যু হয়।শুক্রবার (১৪ মে) সকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৩ লাখ ৬০ হাজার ১৭৮ । এহিসেবে শনিবার সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৭১ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত সারা বিশ্বে ৩৩ লাখ ৪৫ হাজার ২৯৩ জন মারা গেছেন। এ হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় বিশ্বে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৮৫ জনের। বুধবার পর্যন্ত বিশ্বে মারা গিয়েছিল ৩৩ লাখ ৩১ হাজার ২৯৬ জন। এ হিসেবে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ১৩ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত মৃত্যু হয়েছিল ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জনের। বুধবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ১৩ হাজার ৮০৪ জন মারা গেছেন। সোমবার (১০ মে) পর্যন্ত সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৩৩ লাখ ৬ হাজার ৩১৩।
করোনায় আক্রান্ত
এদিকে,করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার (১৯ মে) পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৮২১ জন। মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৫৯৫। এ হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ২২৬ জন।
সোমবার (১৭ মে) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ২৮৭। রবিবার (১৬ মে) পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। এহিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় বিশ্বে ৫ লাখ ৪৮ হাজার ৭১৪ জন করোনায় আ্রকান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
গত কয়েকদিনের হিসেবে দেখা যায়, শনিবার (১৫ মে) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৬ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৫৮৮ জন। রবিবার গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ রাখ ৩৯ হাজার ৯৮৫ জন।
শুক্রবার (১৪ মে) পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৬ কোটি ১৮ লাখ ৮০ হাজার ২৫৯ জন। এহিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় ৬ লাখ ৪৫ হাজার ৩২৯ জন।
বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছিল ১৬ কোটি ১০ লাখ ৯২ হাজার ৭৪ জন। এহিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় বিশ্বে মোট ৭ লাখ ৮৮ হাজার ১৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
বুধবার (১২ মে) পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছিল ১৬ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭৩২ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৩৪২ জন।
মঙ্গলবার (১১ মে) পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৬০৬ জন। এই হিসেবে বুধবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ১২৬ জন।
সোমবার (১০ মে) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এই হিসেবে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৬ লাখ ৪০ হাজার ৪২৪ জন।
করোনায় সুস্থ
বুধবার (১৯ মে) সারাবিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৮৩ জন। মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত সারা বিশ্বে মোট সুস্থ হযেছিল ১৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৩৭৩ জন। এহিসেবে বুধবার গত ২৪ গন্টায়ঢ বিশ্বে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ২১০ জন।
সোমবার (১৭ মে) পর্যন্ত বিশ্বে মোট সুস্থ হয়েছেন ১৪ কোটি ২১ লাখ ৬১ হাজার ৩৬৬ । রবিবার (১৬ মে) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১৪৬। সোমবার গত ২৪ ঘন্টায় বিশ্বে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৯ হাজার ২২০ জন। গত কয়েকদিনের হিসেবে দেখা যায়, শনিবার (১৫ মে) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ কোটি ৩ লাখ ৮৭ হাজার ১৭৩। এহিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় ১০ লাখ ৭৪ হাজার ৯৭৩ জন সুস্থ হয়েছেন।
শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৩ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৫৫৩ জন। এহিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৬২০ জন।
বৃহস্পতিবার পর্যন্ত সারাবিশ্বে মোট সুস্থ হয়েছিল ১৩ কোটি ৮৯ লাখ ৬৫৫ জন । এহিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৮ লাখ ১৪ হাজার ৮৯৮ জন। বুধবার (১২ মে) পর্যন্ত সুস্থ হওয়া মানুষের সংখ্যা ছিল ১৩ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৯৩৪। এ হিসেবে বৃহস্পতিবার (১৩ মে) গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে সুস্থ হয়েছেন ৮ লাখ ১৩ হাজার ৭২১ জন।
মঙ্গলবার (১১ মে) এই সংখ্যা ছিল ১৩ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৮৬৪। অর্থাৎ বুধবার গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ২৭ হাজার ৭০ জন। সোমবার (১০ মে) পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছিলেন মোট ১৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৪৬০ জন। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ৪০৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।