টাঙ্গাইলে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২২, ০৭:২১ পিএম

টাঙ্গাইলে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

টাঙ্গাইলে দ্রুত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৫৭টি নমুনা পরীক্ষা করে ৯২ জন করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। এ অবস্থাতেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষজন। বুধবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ৩৫৭টি নমুনা পরীক্ষা করে ৯২ জন করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৭৭ শতাংশ। জেলায় নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষজনকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। যে যার মতো করেই চলাফেরা করছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান জানান, হাসপাতালে করোনা রোগীর খুব বেশি চাপ না থাকলেও আশপাশে অনেক আক্রান্ত রোগী রয়েছে। স্বাস্থ্যবিধি না মানার কারণেই নতুন করে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন তিনি।

Link copied!