বিশ্বজুড়ে আরও সাড়ে ৬ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৩:৩১ পিএম

বিশ্বজুড়ে আরও সাড়ে ৬ হাজারের বেশি মৃত্যু

সারা বিশ্বে করোনা মহামারিতে মোট ৪৮ লাখ ৮১ হাজারের কাছাকাছি প্রাণহানি হয়েছে। গত একদিনে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে দেড় হাজারের মতো করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৪ হাজার মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।

একদিনে নিহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানেই রাশিয়া; ৯৭৩ জনের মৃত্যু লিপিবদ্ধ করলো দেশটি। এদিন ইউক্রেনে ৪৪২ জন ও রোমানিয়ায় ৩৫২ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫০০ জনের এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৪৪২ জন আর সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জনের।

তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরান, তুরস্ক ও ফিলিপাইন দুই শতাধিক মানুষ মারা গেছেন করোনায়। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটির কাছাকাছি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। ওই বছরেরই ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয় ওই মাসেরই ১৮ তারিখে।

Link copied!