বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০২:৫৮ পিএম

বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা। যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার (১০ জানুয়ারি) পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ  ৭  হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৭৯  লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৫ কোটি ৯৬ লাখের বেশি লোক। বিশ্বে করোনায় সক্রিয় রোগীর  সংখ্যা বেড়ে গেছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৫ লাখ ৭ হাজার ২৭২ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে ৩ হাজার ৩০৬ জন মারা গেছেন।

করোনায় শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জন। করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৬ লাখ ২৭হাজার ৯১৬ জন। সোমবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৪ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৩ হাজার ৯৬১ জন।

করোনায় ভারতের অবস্থা

ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়ে চলেছে ভারতে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। নানা বিধি নিষেধের পরও দেশটির বিভিন্ন রাজ্য দেখছে রেকর্ড সংক্রমণ।

ভারতে করোনায় সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। নানা বিধি নিষেধের পরও রবিবার দেশটিতে এক লাখ ৭৯ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ বেশি। 

শুধু মহারাষ্ট্রেই একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাকরণ জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির যোদ্ধাদের জন্য আজ থেকে দেশটিতে শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম। 

করোনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থা

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভিয়েতনাম, তুরস্ক ও ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৭৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ৫ হাজার।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬১৬ জন এবং মারা গেছেন ৩০৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ২৪৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজার ১৬৩ জনের।

ব্রাজিল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৩১ জনের।

যুক্তরাজ্য ও ইতালির করোনা পরিস্থিতি

সোমবার গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৯৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫০ হাজার ১৫৪ জন মারা গেছেন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৫৭ জন।

যুক্তরাজ্যে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা অন্তসত্বা নারীদের বেশিরভাগই টিকা নেননি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দ্রুত অন্তসত্বা নারীদের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!