বুস্টার ডোজ নিয়েও ওমিক্রন আক্রান্ত, হু’র নতুন উদ্বেগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৫:০৯ পিএম

বুস্টার ডোজ নিয়েও ওমিক্রন আক্রান্ত, হু’র নতুন উদ্বেগ

করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে ২ জন করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

দেশটির স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, সিঙ্গাপুরে ওমিক্রনে আক্রান্ত রোগী আরও পাওয়া যাবে। 

এদিকে, ওমিক্রন থেকে সুরক্ষা পেতে করোনা টিকার অতিরিক্ত ডোজ লাগবে কি-না তা এখনও নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (এইচডব্লিউ-হু)। বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন।

কেট ও’ব্রায়েন বলেন, “বলা হচ্ছে করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারে। এই বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। আমাদের উদ্বেগের কারণ হলো, ধনী দেশগুলো নিজেদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যদি ফের টিকা মজুত করা শুরু করে তাহলে বিশ্বজুড়ে টিকার বণ্টন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এ সময় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনকে ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক জানিয়েছে, তাদের টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম।

কেট ও’ব্রায়েন বলেন, “প্রাথমিক তথ্য পরীক্ষা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি হতে পারে যে অতিরিক্ত ডোজগুলো ওমিক্রনের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেয়। তবে এটি জোর দিয়েছিল বলার সময় আসেনি।”

তিনি আরও বলেন, “আমাদের এই সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে-যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব মহামারিমুক্ত না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।”

Link copied!