বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ ও শনাক্তের হার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১১:০০ পিএম

বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ ও শনাক্তের হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ এবং নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমেছে। তবে একই সময়ে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু বেড়েছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে ২০ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ২৮ জন।

এদিকে, আগের দিনের ৫ হাজার ২৩ জনের শরীরে নতুন সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪ হাজার ৮৩৮ জন। অন্যদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৫৯টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫০৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৭৪টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৫২ হাজার ৭৫৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪২ লাখ ৪২ হাজার ৩৪২টি।

আগের দিন দেশে ৫ হাজার ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৪ হাজার ৮৩৮। এ নিয়ে দেশে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতেও সংক্রমণ শনাক্তের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার কমে হয়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ।

Link copied!