রাজশাহীতে করোনায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২১, ০৪:৩২ পিএম

রাজশাহীতে করোনায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে মৃত্যুসংখ্যা কোনোভাবেই থামছে না। বরং এই বিভাগের বিভিন্ন জেলায় করোনার মৃত্যুমিছিলে প্রতিদিনই নতুন নতুন মরদেহ যোগ হচ্ছে। শনাক্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিভাগের করোনা চিকিৎসার অন্যতম প্রধান চিকিৎসালয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।

শনিবার (১৯ জুন) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গত ২৪ ঘন্টায় হাসপাতালে মারা যায় ১২ জন। বৃহস্পতিবার (১৭ জুন) ১০ জনের মৃত্যু হয়।  বুধবার মারা যায় ১৩ জন। এর আগের দিন ১৫ জুন গত ২৪ ঘন্টায় আরও  ১২ জনের মৃত্যু হয়। এনিয়ে গত ২৪ মে থেকে ১৯জুন পর্যন্ত ২৭ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ২৩৮ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো দৈনিক করোনা রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

রামেক হাসপাল রিপোর্টে বলা হয় ‘হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৫জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। রাজশাহীর ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের অন্য একজন করোনা নিগেটিভ ছিলেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে রিপোর্টে জানানো হয়।

রিপোর্টে আরও বলা হয় ‘ গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৬ জন। এই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন। শনিবার পর্যন্ত হাসপাতালে মোট ৩৬৫ জন করোনারোগী ভর্তি আছেন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ১৯ জুন পর্যন্ত ২৭দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩৮ জনের মৃত্যু হয়েছে।’ রামেক হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়, বর্তমান রোগী ৩৬৫ জনের মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭১, সন্দেহভাজন রোগী ১৬০ ও নেগেটিভ রোগীর সংখ্যা ৩৪।

রাজশাহী সিটিতে চলছে সর্বাত্মক লকডাউন

রাজশাহী নগরজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার ‘সর্বাত্মক লকডাউন’। গত ১১ জুন এক সপ্তাহের জন্য রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়; যা বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। তবে মৃত্যু ও শনাক্তের হার না কমায় চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। গত বুধবার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বৈঠক করে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৪ জুন রাত ১২টা পর্যন্ত করার ঘোষণা দেয়।লকডাউনে শুক্রবার সকাল থেকেই রাজশাহী নগরের রাস্তাঘাট ফাঁকা রয়েছে। দোকান-পাটও বন্ধ রয়েছে।

বগুড়ায় মধ্যরাত থেকে কঠোর লকডাউন শুরু

বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে কঠোর লকডাউন হতে যাচ্ছে বগুড়া পৌরসভঅ এলাকায়। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক শুক্রবার (১৮ জুন) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জিয়াউল হক জানান, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। পাশাপাশি বগুড়ার সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বেড়েছে। বগুড়ার গ্রাম অঞ্চলগুলোতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় শনিবার রাত ১২টা থেকে বগুড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর লকডাউন কার্যকর করা হবে।

করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এক নির্দেশনায় বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর বিপণীবিতানসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা আগে থেকেই রয়েছে। এরপর বগুড়া পৌরসভা এলাকায় লকডাউনের এই নতুন এই ঘোষণা আসল।

 

Link copied!