দুই দিনে ‘মুভমেন্ট পাস’ পেলো আড়াই লাখ আবেদনকারী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২১, ০৪:১২ এএম

দুই দিনে ‘মুভমেন্ট পাস’ পেলো আড়াই লাখ আবেদনকারী

লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়াতের সুবিধা দিতে ‘মুভমেন্ট পাস’ নামে নতুন অ্যাপ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এতে গত দু’দিনে ‘মুভমেন্ট পাস’ পেয়েছে আড়াই লাখ আবেদনকারী।

পুলিশ সদর দপ্তর জানায়, ‘গত দুই দিনে ৩ লাখ ৯ হাজার ৪৭৮ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ২ লাখ ৪৪ হাজার ৫১৪ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

এ পর্যন্ত মোট ৭ কোটি ৮১ লাখ নাগরিক পুলিশের মুভমেন্ট পাস নেওয়ার জন্য ওয়েবসাইটে ঢুকেছে। সে হিসাবে, আবেদনের জন্য প্রতি মিনিটে ৪০ হাজারেরও বেশি বার ঢুকা/নক হচ্ছে।’

মঙ্গলবার সকালে অ্যাপটি উদ্বোধনের পর প্রথম ঘণ্টায় ১ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়েছিলো। সে হিসাবে তখন প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছিলো বলে জানায় পুলিশ সদর দপ্তর।

প্রতি ঘণ্টায় বিপুল পরিমাণ আবেদনের কারণে জটিলতায় পড়ছে পুলিশ সদর দপ্তরের সার্ভার। মাঝে মাঝে মুভমেন্ট পাসের লিংকে প্রবেশ করতে পারছেন না আবেদনকারীরা।

অনেকেই অভিযোগ করেন, উদ্বোধনের পর থেকে পুলিশের movementpass.police.gov.bd ওয়েবসাইটটিতে ঢুকতে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। বার বার চেষ্টা করেও অনেকে ওয়েবসাইটে ঢুকতে পারেননি। আবার অনেকে ঢুকতে পারলেও ‘৫০৪ গেটওয়ে টাইম-আউট’ বার্তা দেখানো হয়েছে।

তবে পুলিশ দফতর সূত্র বলছে, একসঙ্গে প্রচুর পরিমাণ আবেদনের কারণে সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। এ ত্রুটির সমাধানে কাজ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার এআইজি মো. সোহেল গণমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক ব্যক্তিকে দিনে তিনটার বেশি মুভমেন্ট পাস দেওয়া হবে না। সপ্তাহে প্রতি জনকে সর্বোচ্চ ১৫টি মুভমেন্ট পাস দেওয়া হবে।’

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে এই অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সেসময় তিনি বলেন, ‘লকডাউন চলাকালে অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় মুভমেন্ট পরিহার করতে হবে। আগামী ৭ দিন নাগরিকরা ঘরে থাকবেন। যদি বিশেষ প্রয়োজনে বাহিরে যাওয়ার দরকার হয় তাহলে ওই অ্যাপ থেকে ‘পাস’ নিতে হবে।’

বেনজীর আহমেদ বলেন, ‘ঢাকার বাইরে গেলে মুভমেন্ট পাস লাগবে। এমনকি অ্যাম্বুলেন্সে রোগী চলাচলের প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে। তবে বাজার, করোনার টিকার তারিখ থাকলে কিংবা অতিপ্রয়োজনীয় কাজ থাকলে বের হওয়া যাবে। আর একটি মোবাইল নম্বর ও একটি গাড়ির নম্বর দিয়ে একাধিক পাস নেওয়া যাবে না।’

পুলিশ সদর দপ্তর জানায়, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দিচ্ছে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হচ্ছে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হয়।

Link copied!