‘ওমিক্রনের ভয়াবহতা ডেলটার চেয়ে কম’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০৪:২২ পিএম

‘ওমিক্রনের ভয়াবহতা ডেলটার চেয়ে কম’

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লেও এর প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে, এটি ডেলটা ধরনের চেয়ে কম ভয়াবহ হবে। এমনটাই দাবী করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি সংবাদমাধ্যম সিএনএন’র এক অনুষ্ঠানে ওমিক্রন নিয়ে কথা বলার সময় জানিয়েছেন, “ওমিক্রনের ভয়াবহতা নিয়ে নিশ্চিত করে বলতে বিজ্ঞানীদের এ ভ্যারিয়্যান্টের বিষয়ে আরও তথ্য জানা প্রয়োজন।”

ড. ফাউচি বলেন, “এখন পর্যন্ত মনে হচ্ছে না, এর ভয়াবহতা ব্যাপক। কিন্তু, এটি আক্রান্ত ব্যক্তিকে অসুস্থ করে ফেলার তীব্রতার দিক দিয়ে ডেলটার চেয়ে কম ক্ষমতাসম্পন্ন।”

তবে, নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আরও সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি বিশেষজ্ঞ ড. মারিয়া ভন কেরখোভ বলেন, “ওমিক্রন ডেলটার চেয়ে কম ভয়াবহ প্রমাণিত হলেও এটি একটি সমস্যা হিসেবে রয়ে যাবে।”

যে দক্ষিণ আফ্রিকায় নতুন এ ভ্যারিয়্যান্ট প্রথম শনাক্ত হয়েছে, সেখানে এটি এরই মধ্যে প্রধান ভ্যারিয়্যান্ট হয়ে উঠছে। তবে, দেশটিতে হাসপাতালে ভর্তির সংখ্যা বিপজ্জনক হারে বাড়েনি।

এখন পর্যন্ত বিশ্বের ৪০টিরও বেশি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। ২২ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় এটি শনাক্ত হয়। দুদিন পর ২৪ নভেম্বর একে ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ বা উদ্বেগজনক ভ্যারিয়্যান্ট ঘোষণা করে ডব্লিউএইচও।

সূত্র: এপি

Link copied!