কি থাকছে এই আইপিএলে

ক্রীড়া ডেস্ক

মার্চ ৩১, ২০২৩, ০৩:৪০ এএম

কি থাকছে এই আইপিএলে

 

প্রতীক্ষার অবসান শেষ হতে চলেছে। শুক্রবার আহমেদাবাদে ১৬তম আসরের উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চারবারের জয়ী চেন্নাই সুপার কিংস। এইবারের আইপিএলেও রয়েছে নানারকম চমক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এক  লাখ দর্শক আসনবিশিষ্ট এই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতোমধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, জমকালো অনুষ্ঠানে পারফরম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশমিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া প্রমুখ। গান গাওয়ার কথা রয়েছে দেশের এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের।

এইবারের আইপিএল দীর্ঘ তিন বছর পর হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফিরেছে। এবারের আইপিএলে থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম, যা বদলে দিতে পারে কুড়ি ওভার ক্রিকেটের এই প্রতিযোগিতার যাবতীয় কৌশল। 

১. ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের অধীনে, ক্যাপ্টেন বাইরের খেলোয়াড়কে খেলাতে সক্ষম হবেন, যিনি টসের সময় প্লেয়িং ১১-এ অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি একাদশের যে কোনো একজন খেলোয়াড়ের (ভারতীয়) জায়গায় খেলাতে পারবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পরিচিত হবেন তিনি।

২. অধিনায়ককে টসের সময় প্লেয়িং একাদশের নামের সঙ্গে অতিরিক্ত চারজন ভারতীয়  খেলোয়াড়ের নাম দিতে হবে। এই চারজন খেলোয়াড়ের যে কোনো একজন ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন।

৩. ম্যাচের মাঝখানে দলের প্রভাবশালী খেলোয়াড়কে ডাকার এবং তাকে ব্যাটিং বা বোলিং করার স্বাধীনতা থাকবে।

৪. যদিও এতে কিছু নিয়ম আছে, ইনিংসের ১৪তম ওভারের পর ইমপ্যাক্ট প্লেয়ারকে দল ডাকতে পারবে না। তিনি যদি পরিবর্তন করতে চান, তা হলে তার আগে তা করতে হবে।

৫. ইমপ্যাক্ট প্লেয়ারের বিনিময়ে বাদপড়া খেলোয়াড় পুরো ম্যাচের জন্য ফিরে আসতে পারবেন না। তিনি ক্রিকেটে বিকল্প ফিল্ডার হিসেবেও খেলতে পারবেন না।

৬. প্লেয়িং একাদশের পরিবর্তন করার আগে অধিনায়ককে অনফিল্ড আম্পায়ার বা চতুর্থ আম্পায়ারকে জানাতে হবে।

৭. যে কোনো ক্ষেত্রে, ম্যাচটি যদি ২০ ওভার থেকে কমিয়ে ১০ ওভার করা হয়, তবে প্রভাবশালী খেলোয়াড়ের নিয়ম শেষ হয়ে যাবে; অর্থাৎ এই পরিস্থিতিতে প্লেয়িং একাদশে কোনো পরিবর্তন হবে না।

এবারের আইপিএলে ৮০ ক্রিকেটার ১৬৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। এবার মিনি নিলামে ৪০৫ খেলোয়াড়কে বাছাই করা হয়েছিল। যেখানে ১০টি দলের খেলোয়াড় কেনার জন্য ৮৭টি সøট ছিল। কিন্তু নিলামে বিক্রি হয়েছে মাত্র ৮০ জন। তার মধ্যে বিদেশি খেলোয়াড় ছিল ২৯ জন। 

এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান। ১৮.৫০ কোটি রুপিতে তাকে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬.২৫ কোটি রুপিতে বেন স্টোকসকে কিনেছে চেন্নাই সুপার কিংস। বাংলাদেশের সাকিব আল হাসান ১ কোটি ৫০ লাখ রুপিতে কেকেআরের গেছেন। লিটন দাসকে ৫০ লাখ রুপিতে নিয়েছে তারা। এ ছাড়া মোস্তাফিজুর রহমান রয়ে গেছেন তার পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। 

আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক বলা চলে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই বরাবর সফল দল হলেও গেল আইপিএলে একেবারে বাজে খেলেছে। তবে এবারের আইপিএলে ঘুরে দাঁড়াতে চায় ধোনির দল। 

২০১৯ সালে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এর পর থেকে তিনি শুধু আইপিএলে খেলছেন। ক্রিকেট মহলে জল্পনা চলছেÑ এটিই হয়তো ধোনির শেষ আইপিএল। তাকে আর হয়তো আইপিএলে দেখা যাবে না।

 চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি এখন আর দলের সেরা ব্যাটার নন। কিন্তু মাঠে তার উপস্থিতি দলকে ভরসা দিচ্ছে। অধিনায়ক হিসেবে এখনো ধোনির ওপরেই ভরসা রয়েছে সিএসকে ম্যানেজমেন্টের।

৪১ বছরের ধোনি এবারের আইপিএলে একাধিক ব্যক্তিগত রেকর্ড ভেঙে দিতে পারেন। আইপিএলের অনেক রেকর্ডই ধোনির দখলে। নতুন রেকর্ড গড়ার জন্য তৈরি হচ্ছেন সিএসকে অধিনায়ক।

বিরাট কোহলি গতবার থেকে অধিনায়ক নেই। তবে বেঙ্গালুরুর অবিসংবাদিত নায়ক তিনিই। কেউ আরসিবিকে বলে না ফাফ ডুপ্লেসির দল। সবাই জানেন, এই দলটা কোহলিরই। সেই তিনি অধিনায়ক থাকুন আর না থাকুন।

আইপিএলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু, দিল্লি ও পাঞ্জাব। লক্ষেèৗ রয়েছে অবশ্য, তবে তারা মোটে একবারই খেলেছে। কোহলি অবশেষে কাক্সিক্ষত আইপিএল ট্রফি হাতে তুলতে পারেন কিনা, বা ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি চমকে দিতে পারে কিনা, সেদিকে নজর থাকবে অনেকেরই।

 

 

Link copied!