জনি ডেপের বিরুদ্ধে আবারও আপিল করলেন অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২২, ১০:২৭ পিএম

জনি ডেপের বিরুদ্ধে আবারও আপিল করলেন অ্যাম্বার হার্ড

প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মামলায় হেরে যাওয়ার পর নতুন করে বিচার করার অনুরোধ জানিয়ে আদালতে আপিল করেছন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ভার্জিনিয়ার একটি আদালতে তিনি ওই আপিল দায়ের করেন।

আপিল দায়ের করে অ্যাম্বার যুক্তি দেখিয়েছেন, মামলার শুনানিতে তার কিছু থেরাপি নোট বাদ দেওয়া হয়েছে। ওই নোটে তিনি ডেপের কাছ থেকে নির্যাতিত হওয়ার অভিযোগ করেছিলেন।

চলতি বছরের শুরু থেকেই হলিউড দম্পতি অ্যাম্বার্ড হার্ড এবং জনি ডেপকে নিয়ে নানা চর্চা চলছে। প্রেম করেই বিবাহ করেছিলেন এই দম্পতি, কিন্তু বিয়ের কয়েক বছর পরেই ভেঙে যায় তাঁদের সংসার। জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনে অ্যাম্বার্ড হার্ড। যার ফলে অভিনেতার কেরিয়ারে অনেকটাই মোচড় দিয়ে ওঠে। যে কারণে জনি ডেপ ফের অ্যাম্বার্ডের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনে। আর চলতি বছরের শুরুতেই মোটা টাকা দাবি তুলে মামলায় জিতে যান জনি।

অ্যাম্বার হার্ডের দাবি, ভার্জিনিয়া আদালতের যুদ্ধে তিনি হেরে গিয়েছেন ভুলভাবে। এই বছরের শুরুর দিকে, মি. ডেপ মিস হার্ডের বিরুদ্ধে জিতে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নিয়েছিলেন। তবে রায় ঘোষণার প্রায় পাঁচ মাস পর অ্যাম্বার্ড হার্ডের পক্ষে তার আইনজীবী ভার্জিনিয়া আপিল আদালতে ডেপের বিরুদ্ধে নতুন করে আপিল করেছেন। অ্যাম্বার হার্ডের আইনজীবী একাধিক দাবি দাখিল করেন।

অ্যাম্বার হার্ডের আইনজীবী বিচারটি ভুল অবস্থায় অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন। এমনকি তাঁরা বিচারকের কিছু প্রমাণ বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও আপত্তি জানিয়েছেন৷ যেগুলি হার্ডের আইনজীবী ৬৮-পৃষ্ঠার নথিতে লিখেছেন। তাঁদের আরও দাবি, “ট্রায়াল কোর্ট অন্যায়ভাবে জুরিকে বেশ কয়েকটি পৃথক দৃষ্টান্ত বিবেচনা করতে বাধা দিয়েছিল। নথিতে, মিসেস হার্ডের দল জুরির রায়কে প্রত্যাহার করে ডেপের দাবিগুলিকে খারিজ করে দিয়েছে। এমনকি তাঁদের দাবি, এই মামলাটি কখনই বিচারে যাওয়া উচিত ছিল না। কারণ জনি ডেপ একাধিক অনুষ্ঠানে অ্যাম্বার হার্ডকে গালিগালাজ করেছিলেন।

প্রসঙ্গত, ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়ে ২০১৫ সালে ঘর বেঁধেছিলেন হলিউডের তারকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড, কিন্তু দুই বছরের মধ্যে ঘটে তাদের বিচ্ছেদ। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন হার্ড। তাতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। এর পাল্টা হিসেবে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন হার্ড।

সেই মামলার রায়ে চলতি বছরের ১ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত সিদ্ধান্ত দেয়, পত্রিকায় নিবন্ধ লিখে জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তার মানহানি ঘটিয়েছেন অ্যাম্বার হার্ড। মানহানির ক্ষতিপূরণ হিসেবে ডেপকে ১৫ মিলিয়ন ডলার দিতে হবে হার্ডকে।

ওই সময় আদালতের বিচারকরা জানান, অ্যাম্বার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। পাশাপাশি জনির বিরুদ্ধে এই অভিযোগ তোলার পেছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও আদালত জানিয়েছে। তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করে ওই সিদ্ধান্ত জানান।

Link copied!