জেমস-মাইলসের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো

বিনোদন ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ১০:০৮ পিএম

জেমস-মাইলসের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে করা পৃথক দুই মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৬ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। তবে বাদীপক্ষ এদিন সময় আবেদন করলে বিচারক চার্জশুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন।

দুই মামলার বিবাদীরা হলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও ভিএএসের প্রধান অনিক ধর।

গত ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলস ব্যান্ডের দুই ভাই মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলায় মানাম ও হামিন আহমেদ অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি আসামিরা তাদের অনুমতি ছাড়াই বাংলালিংকে ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করছেন। এতে তারা (বাদী পক্ষ) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও ‘যার যার ধর্ম’ গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

Link copied!