নাট্যদল পালাকেরের মঞ্চনাটক "উজানে মৃত্যু"

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০১:০২ এএম

নাট্যদল পালাকেরের মঞ্চনাটক

নাট্য নির্দেশক শামীম সাগরের নির্দেশনায় নাট্যদল পালাকারের মঞ্চ নাটক "উজানে মৃত্যু"। বাংলা কল্লোল যুগের কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সর্বশেষ নাটক উজানে মৃত্যু। তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়ে নাটকটি।

এই অস্তিত্বহীন মানবজীবন ও তার সংগ্রামকে নিরীক্ষার অভিপ্রায়ে অতিমারি পরবর্তী এই সময়ে নাট্যদল পালাকার মঞ্চে এনেছে " উজানে মৃত্যু" নাটকটির ৪১তম পরিবেশনা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ২৬ জানুয়ারি শুক্রবার নাটকটি মঞ্চস্থ হবে।

এ নাটকের চরিত্রগুলো সাধারণ, দরিদ্র ও তৃণমূল্যের মানুষ। এখানে নৌকা বাহক মানবতার প্রতীক, সাদা পোশাক সুন্দরের প্রতীক আর কালো পোশাক অন্য দুটি চরিত্রকে ভয় পায়। সৈয়দ ওয়ালীউল্লাহ সার্থক এই চরিত্রগুলোর রচনা এবং নির্দেশকের বিশেষ আঙ্গিক কৌশল ও দৃষ্টিভঙ্গির গুণে চরিত্রগুলোর বিভিন্ন কৌণিকতা, অজানা মোড়, অন্ধকার বাঁকদৃশ্যত ধরা দেয়। অস্তিত্ববাদ, রূপক-প্রতীকী দৃশ্যের অবতারণা ও নিরীক্ষার পরিমিতি প্রয়োগে সম্পূর্ণ দৃশ্যকাব্যটি সুখ-দর্শনের পাশাপাশি সঞ্চার করে এক গভীর জীবনবোধ। নির্দেশক অন্ধ বিশ্বাসের নাড়ি কেটে দেয়ার ছুরি চালিয়েছেন অত্যন্ত শৈল্পীকভাবে, পাশাপাশি মানবতাবাদী দর্শনকে দিয়েছেন প্রাধান্য। আসলে প্রান্তিক মানুষের সত্ত্বার গভীরে যে প্রহেলিকা কাজ করে, নির্দেশক সেখানে বিচরণ করে যা আবিষ্কার করেছেন তাই অভিনেতাদের কাছ থেকে টেনে বের করেছেন। যার ছাপ অভিনয় শিল্পীদের অভিনয় ক্রিয়ায় দৃশ্যমান।

আমিনুর রহমানের শিল্প নির্দেশনায় নাটকটিতে আলোকসজ্জায় নির্দেশনা দিয়েছেন বাবর খাদেমী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান শুভ (নৌকা বাহক), সাজ্জাদ হোসেন নিষাদ (সাদা পোশাকধারী), চারু পিন্টু (কালো পোশাকধারী), শতাব্দী সানজানা (বউ, বাইচাল, কোরাস), সোনিয়া আক্তার (ডুবে মরা ব্যক্তি, কোরাস) এবং নবেম্বর টুইসডে রোদ (মহাজন, বাঁশে বিদ্ধ ব্যক্তি, কোরাস)।

Link copied!