দুইদিন বাড়ানো হলো অমর একুশে বইমেলার সময়। প্রকাশকদের আবেদন বিবেচনায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা।
আগামী বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।
মঙ্গলবার মেলার তথ্যকেন্দ্র থেকে সময় বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়।
বইমেলার সময় দুই দিন বাড়ানোর বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, প্রধানমন্ত্রী মেলা দু’দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। মেলা পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। চিঠি কাল ইস্যু করা হবে।
এর আগে বেচাবিক্রি আশানুরূপ না হওয়ায় প্রকাশকরা মেলা শেষ হওয়ার পরের দুই সাপ্তাহিক বন্ধের দিনেও মেলার সময় বাড়াতে অনুরোধ করেছিল।
গত ১৮ ফেব্রুয়ারি মেলা কমিটিকে এ বিষয়ে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও তারা মেলা বাড়ানোর আবেদন জানায়।