বন্যার পানি বাড়ায় সিডনির অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৩:৪৭ পিএম

বন্যার পানি বাড়ায় সিডনির অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ

প্রবল বর্ষায় বন্যার পানি বাড়ায় অস্ট্রেলিয়ার সিডনির হাজার হাজার অধিবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত এক সপ্তাহ ধরেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে প্রচুর বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, নতুন করে নিউসাউথ ওয়েলসে ১০০ মিলিমিটার বা ৪ ইঞ্চি পরিমাণ বৃস্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টি না থামলে অচিরেই যেসব এলাকা আগে কখনও প্লাবিত হয়নি, সেগুলোও প্লাবিত হবে। এখন পর্যন্ত বন্যাক্রান্ত এলাকা থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে।    

Link copied!