কুমিল্লার প্রথম কোয়ালিফায়ার্স নিশ্চিত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৬:৩২ পিএম

কুমিল্লার প্রথম কোয়ালিফায়ার্স নিশ্চিত

মঈন আলির অলরাউন্ড নৈপুন্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে নিজেদের নবম ম্যাচে ৬৫ রানে হেরে গেছে  মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। এই হারে প্লে-অফে খেলার অপেক্ষা বাড়লো খুলনার। আর কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছে। তারা প্রথম বা দ্বিতীয়স্থানে থাকছেই। ফলে প্রথম কোয়ালিফায়ার্স জিতলেই ফাইনালে চলে যেতে পারে তারা।

৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে খুলনা। খুলনার সাথে প্লে-অফের দৌঁড়ে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ৯ ও চট্টগ্রামের ৮।

এ ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আগেই প্লে-অফ নিশ্চিত করা কুমিল্লা। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট আছে তাদের। সমানসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট সাকিবের ফরচুন বরিশালেরও।

মঈনের ৩৫ বলে ৭৫ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে কুমিল্লা। ২১৪ দশমিক ২৮ স্ট্রইক রেটে মঈন ৯টি ছক্কা ও ১টি চারে নিজের ইনিংসটি সাজান। জবাবে ১২৩ রানে অলআউট হয় খুলনা।  

Link copied!