সামাজিক নিরাপত্তায় বেশি বরাদ্দের প্রস্তাব

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২১, ১০:৩৮ পিএম

সামাজিক নিরাপত্তায় বেশি বরাদ্দের প্রস্তাব

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়েছে। সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় ও করোনাকালের দ্বিতীয় বাজেট হওয়ায় এবার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশি বরাদ্দ থাকছে বলে জানা গেছে। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান সরকার দরিদ্র জনগণের অবস্থার উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছরের ন্যয় এবারের বাজেটেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার উত্থাপিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ ৭ হাজার ৬১৪  কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এটি বাজেটের ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং জিডিপির ৩ দশমিক ১১ শতাংশ।

দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ, গ্রামীণ জনগোষ্ঠীকে শোষণ ও হয়রাণি থেকে সুরক্ষা, মুক্তিযোদ্ধা কল্যাণ, অবসর ভাতা,বয়ষ্ক ও বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তার বিভিন্ন  কর্মসূচি বাস্তবায়নে বাজেটে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  

গত ২০০৮-২০০৯ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল ১৩ হাজার ৮৪৫ কোটি টাকা, যা গত অর্থ বছরে প্রায় ৭ গুণ বৃদ্ধি পেয়ে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। গত অর্থ বছরের (২০২০-২০২১) বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ওই বরাদ্দ মোট বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ০১ শতাংশ।

এর আগে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে এর আকার বাড়িয়ে ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা করা হয়।

২০২১-২০২২ অর্থ বছরের উত্থাপিত বাজেটে বেশে কয়েকটি ক্ষেত্রে আওতা বাড়ানোর প্রস্তাব করা করা হয়:

১. চলতি অর্থবছরে সর্বাধিক দারিদ্র প্রবণ ১১২ টি উপজেলার বিদ্যমান নীতিমালা অনুযায়ি দরিদ্র প্রবীণ ব্যক্তিকে শতভাগ ‘বয়স্ক ভাতার’ আওতায় আনা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে অতি উচ্চ ও উচ্চ দারিদ্র্যভূক্ত গ্রুপের আরও ১৫০টি উপজেলায় সম্প্রসারণ করা হচ্ছে। এতে ৮ লাখ নতুন লোক যোগ হবে এবং এ খাতে ৪৮১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করার কথা বলা হয়েছে।

২. চলতি অর্থবছরে সর্বাধিক দারিদ্রপ্রবণ ১১২ টি উপজেলার বিদ্যমান নীতিমালা অনুযায়ি বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে শতভাগ ‘বিধবা ও  স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা কার্যক্রম’ এর আওতায় আনা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছর হতে এ কার্যক্রমে উপকারভোগীর কভারেজ বিদ্যমান নীতিমালা অনুযায়ি প্রাপ্য শতভাগ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে অতি উচ্চ ও উচ্চ দারিদ্র্যভূক্ত গ্রুপের আরও ১৫০টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। এতে করে ৪ লাখ ২৫ হাজার জন নতুন উপকারভোগী যোগ হবেন এবং এ খাতে ২৫৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

৩.সর্বশেষ জরিপ অনুযায়ি, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার জন বেড়ে যাবে। এজন্য ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে এ খাতে অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব  রাখা হয়েছে।

৪. গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়ায় তা বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে এ খাতে অতিরিক্ত ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়।

Link copied!