বাতিল হয়েছে জেমসের কনসার্ট

বিনোদন প্রতিবেদক

মার্চ ২৬, ২০২১, ০৫:৩২ পিএম

বাতিল হয়েছে জেমসের কনসার্ট

করোনা পরিস্থিতির কারনে প্রায় এক বছর শোনা যায়নি বাংলাদেশের রকস্টার জেমসের গান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এক বছর বিরতির পর কনসার্টে গান নগর বাউল জেমস। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চে ওঠার কথা ছিল জেমসের। বিকেলে গাজীপুর রাজবাড়ি মাঠে কনসার্ট হওয়ার কথা ছিল। পরিকল্পনাটি অনেক আগের থেকে থাকলেও তা বাতিল করা হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি সংশ্লিষ্টরা। তাই আকস্মিকভাবে বাতিল করা হয়েছে আজকের কনসার্ট। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে মেয়র জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে কনসার্টের সমন্বয়কের দায়িত্বে ছিলেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বেলা তিনটার সাংস্কৃতিক পর্বে ছিল কনসার্ট। সেখানেই গান করার কথা ছিল জেমসের। কিন্তু সারা দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকার বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে।

অপরদিকে কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থল থেকে আনজাম মাসুদ বলেন, ‘সব আয়োজন সম্পন্ন হয়েছিল। সাউন্ড সিস্টেম, মঞ্চ, দর্শক আসন থেকে শুরু করে লাইটের ব্যবস্থা করা শেষ। সিটি করপোরেশন সরকারের নির্দেশ মোতাবেক কনসার্টটি বাতিল করতে নির্দেশ দিয়েছে।’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ আয়োজন করে গাজীপুর সিটি করপোরেশন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কনসার্টে জেমসের সাথে অংশ নেওয়ার কথা ছিল ড্রামার আহসান এলাহি ফান্টি, গিটারিস্ট সুলতান রায়হান খান, বেজ গিটারিস্ট তালুকদার সাব্বির, কি–বোর্ডিস্ট কাকন চক্রবর্তী এবং ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর। একই মঞ্চে ছিল জেলা প্রশাসনের আরেকটি আয়োজন। কিন্তু বাতিল করা হয়েছে সকল আয়োজন।

Link copied!