ব্রাজিল-জার্মানি ফাইনালে খেললেই নগ্ন হবেন ব্রাজিলিয়ান মডেল

বিনোদন ডেস্ক

নভেম্বর ৩০, ২০২২, ০২:১৩ এএম

ব্রাজিল-জার্মানি ফাইনালে খেললেই নগ্ন হবেন ব্রাজিলিয়ান মডেল

বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা আর উম্মাদনার সমাহার। আর এই গ্রেটেস্ট শো অন আর্থে নিজেদের দেশের ফুটবলারদের উজ্জীবিত করতে সেলিব্রেটি তারকারা

অনেক সময় ভিন্নধর্মী আয়োজনের ঘোষণা দিয়ে থাকেন। এমনি এক ব্যতিক্রমধর্মী ঘোষণা দিয়ে কাতার বিশ্বকাপের আসরে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান মডেল টাটি ওয়েগ। নেইমারদের উজ্জীবিত করতে তিনি এব দারুণ প্রস্তাব দিয়েছেন।

ব্রাজিলিয়ান এই মডেলের প্রস্তাব, ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলে নিজের নগ্ন ছবি প্রকাশ করবেন তিনি। যদিও একটা শর্ত রয়েছে, ব্রাজিলের সঙ্গে ফাইনালে পৌঁছতে হবে জার্মানিকেও।

টাটি ওয়েগ একসময় ছিলেন পুলিশকর্মী। তবে মন টেকেনি সেই পেশায়। সেই জন্য শুরু করেন মডেলিং। পেশা পরিবর্তন করতেই খ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর। এবার বিশ্বকাপের আসরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কেন এই শর্ত:

ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়ার যুক্তিও তুলে ধরেছেন তিনি। ২০১৪ সালের বিশ্বকাপে এই জার্মানির বিরুদ্ধেই ৭-১ গোলে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর আগে ২০০২ সালে অবশ্য অলিভার কানের জার্মানিকে হারিয়েই পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল দল।

ব্রাজিলের বাসিন্দা হলেও টাটি বিশ্বকাপের এক সৌন্দর্য প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করছেন। তাই কার্যত ধর্ম সংকটে পড়েছেন এই মডেল। সে জন্যই নিজের দুই দেশকে ফাইনালে দেখতে চান তিনি।

যদিও টাটি মনে করেন, ২০১৪ বিশ্বকাপে হারের বদলা নিতে পারবে নেইমারের ব্রাজিল। তিনি আরও জানিয়েছেন, তাঁর পরিবার জার্মান হলেও, ব্রাজিলের এমন হারে দুঃখ পেয়েছিলেন তিনি ও পরিবারের অন্য সদস্যরাও। 

বিকিনিতে ধরা দেওয়া আবরণও সরিয়ে ফেলবেন

ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে ব্রাজিলের এই মডেলের।  বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে বিকিনিতে দেখা যায় তাঁকে। তবে বিশ্বকাপ ফাইনালে জার্মানি ও ব্রাজিল উঠে গেলে ওইসব আবরণও  সরিয়ে ফেলার প্রতিশ্রতি দিয়েছেন  তিনি।

কাতার বিশ্বকাপে ব্রাজিল প্রথম দুই ম্যাচে জিতে নকআউট পর্বে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে সমস্যায় রয়েছে টাটির আরেক পছন্দের দল জার্মানি। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর স্পেনের বিরুদ্ধেও কোনো রকমে ড্র করে লড়াইয়ে টিকে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ান।

দুই দল বিশ্বকাপের ফাইনালে যেতে পারবে কি না বা জার্মানির বিরুদ্ধে হারের বদলা নেওয়া সম্ভব হবে কি না, তা সময়েই বলে দেবে।  তবে এখন পর্যন্ত ম্যাচ জয়ের নিরিখে জার্মানির থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল।

ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে গিয়েছে সেলেকাওরা। অন্য দিকে বেশ চাপে রয়েছে জার্মানি। টাটি ওয়েগের এই প্রস্তাব যে দুই দলের সব ফুটবলারদের আরো ভালো খেলতে উজ্জীবিত করতে পারে, তা বলাই বাহুল্য।

Link copied!