হঠাৎ আলোচনায় বিএনপি নেতা ইশরাক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৪:১১ এএম

হঠাৎ আলোচনায় বিএনপি নেতা ইশরাক
https://www.youtube.com/watch?v=4H0azO3SQ8Y

বিবৃতিতে ছকবন্দি বিএনপিকে অনেক দিন পর দেখা গেল রাজনৈতিক দল হিসেবে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করল। সেই বিক্ষোভ সমাবেশ যদিও পণ্ড করে দিয়েছে পুলিশ। তাদের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় দলটির নেতানেতাকর্মীরা। এদিনই আহত কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আলোচনায় এলেন দলটির এক ’তরুন’ নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। এ সময় তিনি নিজেও সামান্য আহত হয়েছেন। তার সেই ভিডিওটি এখন ফেসবুকে ভাইরাল হয়েছে। ইশরাক ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ছিলেন। দলটির আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্যও তিনি।  

ভিডিওটি ইশরাকের ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে। ক্যাপশনে ইশরাক লিখেছেন, ‘লাঠিচার্জ অথবা কামানের গোলা চার্জ, যেটাই হোক জান থাকতে আমাদের একজন কর্মী সমর্থককেও নিয়ে যেতে দিবো না, এটাই হোক আগামী দিনের সংকল্প।’

ভিডিওটি প্রচারের প্রথম ঘণ্টাতেই আট হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে। ওই ভিডিওতে কমেন্ট করেছেন চার হাজারেরও বেশি মানুষ।

এরমধ্যে গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু একটি কমেন্ট করেন। তিনি লিখেছেন, ‘অ‌নেক‌দিন প‌রে আজ বিএন‌পির কো‌নো নেতা নেতার ম‌তো ভূ‌মিকা নি‌লেন। আপনা‌দের রাজনী‌তির ঘোরতর বি‌রোধী আ‌মি। কিন্তু আজ আপনার ভূ‌মিকা নেতার ম‌তো ছি‌লো। শ্র‌দ্ধেয় সা‌দেক হো‌সেন খোকার ছে‌লের ম‌তো ছি‌লো ‘ 

নুরুল আলম নামের একজন কমেন্টে লিখেন, ‘সত্যি বীরের ঘরে বীর উনি। বৃদ্ধ বাবারা অবসরে গিয়ে এদেরকে বিএনপির নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন এরাই আমার মনে হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন।’

মোহাম্মদ জামিল নামের একজন লিখেন, আপনি কোন বাপের সন্তান তা আজ বাংলার ১৮ কোটি জনগণ বুঝতে পেরেছে। দোয়া করি আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন আমিন। সেইসাথে একটা কথাই বলবো যে, প্রয়োজন আছে প্রতিটা নেতাকে এরকম বিনয়ী এবং নিজের জীবন কর্মীদের বিপদের সময় নিজেকে জীবনদানকারী হিসেবে প্রমাণিত হতে হবে।

মোহাম্মদ ইব্রাহিম নামের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আলোচিত ওই ভিডিওর কমেন্টে লেখেন, ‘আমি যদিও আওয়ামী লীগের একজন সমর্থক, তবুও আপনাকে ভালো লাগে। প্রতিটি নেতাকে আপনার থেকে অনেক কিছু শেখার আছে। তরুণ প্রজন্মের হাতে আগামীর দেশ হবে নিরাপদ।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসবক্লাবের সামনে ওই সমাবেশের আয়োজন করা হয়। 

Link copied!