মেয়র তাপসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৭, ২০২২, ১০:৫০ পিএম

মেয়র তাপসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে হামলা

রাজধানীর বকশীবাজার কেন্দ্রীয় মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ওপর হামলার অভিযোগ উঠেছে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে। মাঠ উদ্বোধনের সময় ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে স্থানীয় কাউন্সিলরের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

পুলিশ জানায়, মেয়র চলে যাওয়ার সময় বিক্ষোভকারীরা মাঠের ভেতর থেকে চেয়ার ছুড়তে থাকে। এরপর পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা দৌঁড়ে মাঠের অপর প্রান্ত দিয়ে বেরিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীর পাহারায় মাঠ উদ্বোধন না করে মেয়র স্থান সেখান থেকে চলে যান।

এ বিষয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রশিদ বলেন, ‘মেয়রের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। তিনি আমাদের বলেছেন, তিনি মাঠের সৌন্দর্যবর্ধন করছেন, মাঠের খাদগুলো ভরাট করেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি উদ্বোধন করতে এসেছেন। কিন্তু শিক্ষার্থীদের দাবি হলো মাঠের নাম নিয়ে। আমরা এ বিষয়ে সমঝোতার চেষ্টা করবো। মেয়রের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই।’

Link copied!