যুবাদের বিশ্বকাপ ধরে রাখার মিশন

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২২, ০৪:৪২ এএম

যুবাদের বিশ্বকাপ ধরে রাখার মিশন

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে রবিবার বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল।  গ্রুপ পর্বে  নিজেদের  প্রথম ম্যাচে বাংলাদেশী যুবাদের প্রতিপক্ষ শক্তিশালী  ইংল্যান্ড।  সেন্ট কিটস এন্ড নেভিসে রবিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। জিটিভি খেলাটি সম্প্রচার করবে। 

ইংল্যান্ডের বিপক্ষে  একটা জয়  ‘এ’ গ্রুপে  চ্যাম্পিয়ন হতে  বাংলাদেশের জন্য অনেক বেশি  সহায়ক ভুমিকা  রাখবে।  গ্রুপে অপর দুই দল তুলনামুলক  দুর্বল কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের  বিপক্ষে  বাংলাদেশ সহজ  জয় পাবে বলে  আশা করা যায়।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ  পরের দুই ম্যাচ খেলবে  যথাক্রমে কানাডার বিপক্ষে  ২০ জানুয়ারি এবং ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বিশ্বকাপের আগে  সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ।  তবে সেমিফাইনালে ভারতের কাছে  হেরে টুর্নামেন্ট থেকে  বিদায়  নিতে হয়েছে বাংলাদেশী যুবাদের।  কবে কন্ডিশনের সঙ্গে  মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর অনেক আগে  ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে বাংলাদেশ দল।  এছাড়া  অনুশীলন ম্যাচে  জিম্বাবুয়ের বিপক্ষে অনেক বড় ব্যবধানের জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রকিবুল হাসানের  নেতৃত্বাধীন দলটি।  ২০২০ শিরোপা জয়ী দলের  সদস্য  অধিনায়ক  রকিবুল  জানিয়েছেন ক্যারিবিয়  কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করছে  দল।

Link copied!