চীন থেকে এলো পদ্মা সেতু প্রকল্পের ১৫ রেল-কোচ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১২, ২০২২, ০৪:০২ পিএম

চীন থেকে এলো পদ্মা সেতু প্রকল্পের ১৫ রেল-কোচ

চীন থেকে কেনা ১৫টি রেল কোচ দেশে এসেছে। এই কোচগুলো পদ্মা সেতু রেল প্রকল্পে ব্যবহার করা হবে। চট্টগ্রাম বন্দরে খালাসের পর রবিবার এগুলো রেলওয়ের নিজস্ব ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) চীন থেকে কোচ বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ‘ট্রয়ো ওয়ার্ল্ড’ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ চীন থেকে কোচ ও আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসে। জাহাজটি ১২ নম্বর জেটিতে ভেড়ানোর পর রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে কোচগুলো খালাস করা হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পদ্মা সেতু সংযোগ প্রকল্পের জন্য চীন থেকে ১০০টি ব্রডগেজ রেল-কোচ আনা হবে। কোচগুলো তৈরি করেছে চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড। প্রথম চালানে ১৫টি আনা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলো আনা হবে।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। যাত্রার শুরুতেই ট্রেনসহ চান চলাচলের কথা ছিল এ সেতু দিয়ে। তবে অবকাঠামো নির্মাণকাজ শেষ না হওয়ায় শুধু সেতুর সড়ক পথটি উন্মুক্ত করা হয়। আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।

পদ্মা সেতু নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

Link copied!