জনশূন্য বাড়িতে বিদ্যুতের বিল এলো সোয়া ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০১:০১ এএম

জনশূন্য বাড়িতে বিদ্যুতের বিল এলো সোয়া ১০ লাখ টাকা

পাবনায় একটি জনশূন্য বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা। বিলের কাগজ হাতে পেয়ে চিন্তায় পড়েছেন বাড়ির মালিক।

স্থানীয়রা জানায়, বাড়িতে মাঝে মাঝে বাড়ির মালিক আসেন। তবে মাসের অধিকাংশ সময়ে বাড়িটি ফাঁকা থাকে। এরপরও কিভাবে সোয়া ১০ লাখ টাকা বিদ্যুৎ বিল এলো, তা বোঝার উপায় নেই।

বাড়ির মালিকের নাম শ্রী অধির কুমার সরকার। তাঁর ছেলে অর্ণব কুমার সরকার বলেন, বাড়িতে মাসে দুই থেকে পাঁচ দিন থাকা হয়। এছাড়া অধিকাংশ সময়ে বাড়িটি ফাঁকা থাকছে। গত কয়েক মাসে গড়ে এক হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল আসেনি।  অথচ গত আগস্টে  বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা।

বিদ্যুৎ বিলের কাগজে দেখা গেছে, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চাটমোহর উপজেলা সদরে বাড়িটির অবস্থা। বাড়ির মালিক শ্রী অধির কুমার সরকারের নামে বিদ্যুৎ বিল করা হয়েছে। সদ্য আগস্টে ৯০ হাজার ১৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন তিনি। এ জন্য মোট বিল ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা হয়েছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি, বিলটি ভুলবশত তৈরি করা হয়েছে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আকমল হোসেন বলেন, বিল প্রস্তুতকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিল সংশোধনে গ্রাহকের বাড়িতে কর্মকর্তা পাঠানো হয়েছে। তবে মালিক সাড়া দেননি। মূলত ওই মিটারে ৮৬২ টাকা বিল এসেছে।

Link copied!