জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকা দেওয়া শুরু ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:০১ এএম

জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকা দেওয়া শুরু ১১ অক্টোবর

দেশে কয়েক মাস করোনা সংক্রমণ নিম্নমুখী থাকলেও কয়েকদিন ধরে ফের সংক্রমণ বাড়তে শুরু হয়েছে। সংক্রমণ কমাতে জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের আগামী ১১ অক্টোবর করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় পেতে আগামী ১১ অক্টোবর সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে।

করোনাভাইরাসের টিকা প্রয়োগে গতি বাড়াতে চলতি মাসের ২৮ সেপ্টেম্বরে থেকে ৩ অক্টোবর পর্যন্ত ক্যাম্পেইন চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Link copied!