মে দিবসে শ্রমিক দলের র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২৩, ০১:৩০ এএম

মে দিবসে শ্রমিক দলের র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ, আটক ২

মহান মে দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শাখা শ্রমিক দল আয়োজিত র‌্যালিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। এসময় দলের ১০-১৫ কর্মী  আহত ও দুইজনকে পুলিশ আটক করেছে বলে র‌্যালি আয়োজক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।

আটককৃতরা হলেন- মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফা।

সোমবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর স্টেশন রোডে আয়োজিত র‌্যালির আয়োজন করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুজনকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

তিনি গণমাধ্যমকে বলেন, “অনুমতি না নিয়ে তারা রাস্তা আটকে কর্মসূচি পালন করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।’

এদিকে, আটক দুই নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর শাখা বিএনপি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ ও আটক নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

খুলনা মহানগর শাখা বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা  বলেন, ‘মে দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র‍্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি সাত দিন আগে কেএমপিকে অবহিত করা হয়।’

Link copied!