যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ মৃত্যু বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১২:১২ এএম

যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ মৃত্যু বেড়ে ৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে,বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে ওই দুর্ঘটনায় চার যাত্রী ঘটনাস্থলে মারা যায়।  আহত হয় শিশুসহ দুই জন। তাদের‌ চি‌কিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হলে  চি‌কিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন হলেন-গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), বালিয়াদীঘি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী (৫০) ও ধুনট উপজেলার বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, “ বৃহস্পতিবার দুপুরের দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি বাস উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীর শিশুকন্যাসহ (৯) অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়। “

শাজাহানপুর থানার ওসি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। তবে আগুন ধরার কারণ জানা যায়নি। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে। আবার অন্যরা বলছেন বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

Link copied!