শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৪, ২০২৩, ০৬:৩৭ এএম

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

ঢালিউড চলচ্চিত্র ও ছোটপর্দার অভিনয় শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তাঁকে দুই বছরের জন্য এপদে নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী পরিচালিত ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘আয়না’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি।এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’  এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া ’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।

পরবর্তীতে তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’এবং আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’।

ময়মনসিংহের গৌরীপুরের সন্তান জ্যোতিকা জ্যোতি অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। এছাড়া, তিনি ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জাতীয় বিশ্বাদালয়ের অধীনে আনন্দ মোহন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর জ্যোতিকা।

Link copied!