আগস্ট ১৫, ২০২২, ০১:১৬ পিএম
সমগ্র বিশ্ব সঙ্কটের মধ্যে আছে এবং এই সঙ্কটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মোকাবিলা করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
জাতীয় শোক দিবস এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) ভবনে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সঙ্কটের মধ্যে নেই। সমগ্র বিশ্ব সঙ্কটের মধ্যে আছে আর সেই সঙ্কটকে বাংলাদেশ মোকাবিলা করছে। বৈশ্বিক সঙ্কটকে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মোকাবেলা করছি।”
পঁচাত্তর পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “মানুষকে কাঁদতে দেয়নি, পুরো বাংলাদেশ নিশ্চুপ হয়ে পড়েছিল। মুজিব কথাটি বলতে দেওয়া হয়নি, মুজিব পরিবারকে দুর্নীতিবাজ বানাতে পারেনি, তারা ইতিহাস পালটে দিতে চেয়েছিল কিন্তু পারেনি।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।