সরকারের উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছান,তাহলে ভোট নিয়ে চিন্তা নেই

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:৫৬ পিএম

সরকারের উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছান,তাহলে ভোট নিয়ে চিন্তা নেই

সরকারের উন্নয়নের কথা দেশের মানুষের ঘরে পৌঁছিয়ে দিতে পারলে ভোট নিয়ে চিন্তা নেই বলে দলীয় নেতাকর্মীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘এখন আর দাদাগিরি করে ক্ষমতায় আসার সুযোগ নেই’ বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় সরকারপ্রধান এসব কথা বলেন।

শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “সরকারের উন্নয়নের কথা মানুষের ঘরে পৌঁছিয়ে দিতে পারলে ভোট নিয়ে চিন্তা নেই।”  এসব বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত নেতা-কর্মীদের নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা। বলেন, “একাজ আপনাদের করতে হবে।আমরা দেশের জন্য ও এলাকার জন্য যে কাজ করেছি, তা যদি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারেন তাহলে ভোটের আর কোন আমাদের সমস্যা নাই।”

‘এখন আর দাদাগিরি করে ক্ষমতায় আসার সুযোগ নেই’ মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “এই ক্ষমতা আর কেউ কেড়ে নিতে পারবে না। আর যাই হোক ওই দানবদের (বিএনপি) হাতে দেশকে আর ফেলে দিতে পারি না। উন্নয়নের সব কাজ ওরা ধ্বংস করে দিবে।”

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না, মঙ্গলও চায় না। দেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে, দেশকে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, মানুষের অধিকার হরণ করেছে। দেশকে ধ্বংস করার সবকিছুই তারা করেছে।”

বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কাছে নিজ নিজ জায়গা থেকে খাদ্য উৎপাদনের আহ্বান জানান। সরকারপ্রধান বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে খাদ্য সংকটে ফেলে দিয়েছে। আমরাও এর বাইরে না। আমরা চাই খাদ্যের  জন্য কারো কাছে হাত পাতব না, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। পারলে অন্যদেশে খাদ্য পাঠাবো।”

বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে একটি মিছিল-মিটিংও করতে দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা তো সেসবের প্রতিশোধ নিইনি। যারা আগুন নিয়ে খেলে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে, কীভাবে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে?

পচাত্তরের ১৫ আগস্টের পর সব ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও অসমাপ্ত আত্মজীবনী বের না হলে ভাষা অন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হতো।”

বিশ্বে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত-মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “আজকে ১৪ বছরে সেখান থেকে সবকিছু পরিবর্তন করে বিশ্ব দরবারে এই জাতি মাথা উুঁচু করে দাঁড়িয়েছে; এটুকু আমরা করেতে পেরেছি। এখন আর বাংলাদেশকে কেউ ভিক্ষুকের জাতি মনে করে না, কারো কাছে হাতপাতা জাতি মনে করে না। এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মনে করে।”

Link copied!