সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসীরা, চাঙ্গা হচ্ছে রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২২, ০১:০১ এএম

সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসীরা, চাঙ্গা হচ্ছে রেমিট্যান্স

প্রবাসীদের আয়ের গতি চাঙ্গা করতে বেশকিছু সুযোগ-সুবিধা দিয়েছে সরকার। এই সুযোগ কাজেও লাগাচ্ছেন প্রবাসীরা। ফলে গত বছরের আগস্টের চেয়ে সদ্যবিদায়ী আগস্ট মাসে ১২ দশমিক ৬ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে দেশে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

চলতি বছরের আগস্টে ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে)  ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। গত বছরের (২০২১) আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছিলেন,  রেমিট্যান্সের ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রবাসী যে কেউ ১ লাখ টাকা দেশে পাঠালে এরসঙ্গে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পাবেন।

চলমান ডলার সংকট নিরসনে প্রবাসীদের রেমিট্যান্সে প্রণোদনার পাশাপাশি রেমিট্যান্স আনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিদেশি কোনো মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে (ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট) বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি লাগবে না।

বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বলেন, ডলার সংকট নিরসনে প্রবাসীদের জন্য সরকার বেশকিছু ‍সুযোগ-সুবিধা দিয়েছে। এই সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসীরা। ফলে সদ্যবিদায়ী আগস্টে কাঙ্ক্ষিত রেমিট্যান্স এসেছে দেশে। আগামীতে আরও বেশি আসবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।

রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক মাধ্যমে। তবে, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

Link copied!