১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কখনও শীত কখনও গরম পড়বে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৩:৪৬ পিএম

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কখনও শীত কখনও গরম পড়বে

বেশ কয়েকদিন ধরে সারাদেশে তাপমাত্রা বেড়ে চলেছে। রাজধানীতে এখন গরম পড়তে শুরু করেছে।  তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহের শেষ তিন দিন দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়বে। পরে আবার গরম পড়তে শুরু করবে। এভাবে আসছে ফেব্রুয়ারির মধ্য সময় পর্যন্ত চলবে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস জানায়, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ আগেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই জেলায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমানে গরমের প্রভাব পড়তে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে উত্তরের শীতল বাতাস আবারও দেশের মধ্যে বইতে শুরু করবে। ফলে শীত আর গরমের এই আচরণ মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চললেও বর্তামানে এর সংখ্যা কমে গেছে।  গতকাল শুক্রবার দেশের শুধুমাত্র পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ চলেছে। জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কক্সবাজারে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!