৩৮ বছর পর জেগে উঠেছে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি

বিশ্ব ডেস্ক

নভেম্বর ৩০, ২০২২, ০৪:৩৪ পিএম

৩৮ বছর পর জেগে উঠেছে বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি

হাওয়াইয়ের মাউনা লোয়াতে অবস্থিত বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়াতে ৩৮ বছর পর ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সবশেষ ১৯৮৪ সালে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। উত্তপ্ত লাভা ও ছাই উদগীরণ হয়ে ভয়ংকর রূপ ধারণ করে ছড়িয়ে পড়ছে।

সোমবার (২৮ নভেম্বর) মাউনা লোয়ার আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিগ আইল্যান্ডের আগ্নেয়গিরির সামিট ক্যাল্ডেরায় ২৭ নভেম্বর এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরির তলার দিকে ভূমিকম্পের কম্পনের মাত্রা উদ্বেগ বাড়িয়েছে সকলের। এটিকেও অগ্ন্যুৎপাতের কারণও বলা হচ্ছে।

জানা গেছে, অগ্ন্যুৎপাতের পর থেকে সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাসের নির্গমন বেড়েছে যা যে কোনো জীবের জন্য অত্যন্ত বিপজ্জনক। 

আগ্নেয়গিরির চূড়ায় গলিত পাথরের নদীগুলোর প্রবাহ দেখা যায়। বিগ আইল্যান্ডের উপরে বাষ্পের বিশাল মেঘ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

অগ্ন্যুৎপাতের পর থেকে দ্বীপে লাভা প্রবাহ শুরু হওয়ায় প্রায় ২০ লক্ষ মানুষকে সতর্ক করা হয়েছে। অগ্ন্যুৎপাত ঘটলে আগ্নেয়গিরিটি খুব ‘সজীব’ হয়ে যেতে পারে, তাই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে তাঁদের।

তবে হাওয়াই দ্বীপের কর্মকর্তারা বলেছেন যে, কোনো উচ্ছেদের আদেশ জারি করা হয়নি, যদিও সামিট এলাকা এবং এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ ছিল।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলেছে, মাউনা লোয়াতে বছরের পর বছর ধরে চাপ তৈরি হচ্ছে, এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

হাওয়াইয়ের প্রধান দ্বীপের পশ্চিম উপকূলের কোনা শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরের এই অগ্ন্যুৎপাত দেখা যায়।

হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে ৬টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ইউএসজিএস অনুসারে, মাউনা লোয়া ১৮৪৩ সাল থেকে ৩৩ বার জেগে উঠেছে। সবচেয়ে সাম্প্রতিক অগ্ন্যুৎপাত, ১৯৮৪ সালে। সেটি ২২ দিন স্থায়ী হয়েছিল।

Link copied!