তাইওয়ানে এক রাতে ৮০ বার ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৪, ০৫:১৭ এএম

তাইওয়ানে এক রাতে ৮০ বার ভূমিকম্প

সংগৃহীত ছবি

তাইওয়ানে মাত্র এক রাতে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূমিকম্প আঘাত হেনেছে। এমনকি দেশটির রাজধানী তাইপেতে পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নি পোস্ট বলছে, এই কম্পনে দুটো ভবন ধসে পড়া ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।

এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল হুয়ালিয়েন শহরে। সেখানকার বেশ কিছু ভবন ধসে পড়েছে। রাস্তাঘাট ও রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। এতে ১৪ জন নিহত হয়।  

এই ভূমিকম্পের পর থেকে দেশটিতে একের পর এক কম্পন অনুভূত হচ্ছেই। আগামী কয়েক মাস এই কম্পন থাকবে বলে জানা যায়।

Link copied!