দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আগের দিন ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩৭৮।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।
আগের দিনের তুলনাতেও হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। গত ২৬ আগস্টের পর ১৪১ দিনের মধ্যে এই প্রথম এক দিনে সংক্রমণ ৪ হাজার ছাড়াল।
নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। আগের দিনের ১২ দশমিক ০৩ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। এটিও গত ২৯ আগস্টের পর ১৩৮ দিনে সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ হার।
নতুন সংক্রমণ ও শনাক্তের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে। আগের দিন ১২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ছয় জন।