করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২১, ১২:০১ এএম

করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

গত কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ মারা গেছেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত এই নক্ষত্রের পতনের রেশ কাটতে না কাটতে ফের দুঃসংবাদ সাহিত্য জগতে। এবার করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। একইসঙ্গে তার বড় মেয়ে এবং গাড়ির চালকও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে করোনা আক্রান্ত এ সাহিত্যিক একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। তার বয়স হয়েছে ৮৬বছর। অশীতিপর এই লেখকের করোনা সংক্রমিত হওয়ার খবরে উদ্বিগ্ন সংস্কৃতিমহল।

শনিবার বুদ্ধদেব গুহ নিজেই জানান, তার মেয়ে ও গাড়ির চালকও কোভিডে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বুকে সর্দি রয়েছে, সঙ্গে কাশিও। উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি।

পরে রিপোর্ট হাতে পেলে জানতে পারেন তিনি কোভিড পজিটিভ। তবে তার স্বাস্থ্যের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।

'মাধুকারী', 'কোজাগর', 'অববাহিকা', 'বাবলি' মতো একের পর অসামান্য উপনাস্যের শ্রষ্টা তিনি। তাঁর চোখ দিয়েই বহু মানুষ জঙ্গলকে ভালোবেসেছে। লেখাকে ভালোবেসেছে। সকলের প্রিয় সাহিত্যিকের করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে ভক্ত ও অনুসারীদের মাঝে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮৬ বছরের বুদ্ধদেব আপাতত দিল্লিতে রয়েছেন। তাই কলকাতায় তার জন্য চিন্তিত গোটা পরিবার। একা কী করে সমস্ত কিছু সামলাচ্ছেন, সময় মতো খাবার ও ওযুধ খাচ্ছেন কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। যদিও এখনও মনের জোর প্রবল। তাই তো বুদ্ধদেব এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘এত তাড়াতাড়ি ফুরব না। জানি, ঠিক ফিরে আসব।’

Link copied!