মার্চ ৩০, ২০২১, ১০:৩১ এএম
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৪৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৭০ জন। আর সুস্থ হয়েছেন ১০ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ১১৭ জন।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। আর সুস্থ হয়েছেন ২কোটি ৩৫ লাখ ৯ হাজার ২২০ জন।
আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২৪৭ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ১৪৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১ জন।
শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে তালিকায় চার নম্বরে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত ৪৫ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৪ হাজার ৯৫৬ জন। আর সুস্থ হয়েছেন ২৯ লাখ ৮১০ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৮ হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ২৮ হাজার ৫৪৩ জন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪৬ হাজার ৪০৮ জন।
এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫ হাজার ১৮১ জন। যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৪৯ জনে দাঁড়িয়েছে।