করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৬ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৫:১৫ পিএম

করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৬ জন

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এসময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৬৬ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যুতে এপর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে ৩৬৬ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৯২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। আর গত কয়েকদিন ধরেই শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন আরও ৫০ জন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩০ জন। আর এ পর্যন্ত ১ লাখ ২২৬ জন আইসোলেশনে আসা রোগীদের মধ্যে ৯০ হাজার ২২৬ জন ছাড়া পেয়েছেন। বিভিন্ হাসাপাতাল ও কোভিড কেন্দ্রে এখনও আইসোলেশনে আছেন ৯ হাজার ৯৪৩ জন।

Link copied!