করোনা সংক্রমণে মৃত্যুর নিম্মগামী হারের মধ্যেও সতর্কবার্তা উচ্চারণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। নিম্নগামী করোনা সংক্রমণের হার গত কয়েকদিনে আবার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন। বুধবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘গত কয়েক দিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবারও সংক্রমণের হার বাড়ছে। তাই আমাদের সাবধান হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে’।
ডা. এ বি এম খুরশীদ আলম আরো বলেন, করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন’।