করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্যের ডিজির সতর্কবার্তা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২১, ১০:১১ পিএম

করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্যের ডিজির সতর্কবার্তা

করোনা সংক্রমণে মৃত্যুর নিম্মগামী হারের মধ্যেও সতর্কবার্তা উচ্চারণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। নিম্নগামী করোনা সংক্রমণের হার গত কয়েকদিনে আবার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন। বুধবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘গত কয়েক দিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবারও সংক্রমণের হার বাড়ছে। তাই আমাদের সাবধান হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে’।

ডা. এ বি এম খুরশীদ আলম আরো বলেন, করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন’।

Link copied!