বিশ্বে আরও বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১০:১২ এএম

বিশ্বে আরও বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১১ হাজার মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৮ লাখ ৬৭ হাজারের বেশি। বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪১ কোটি ৮১ লাখ । করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ কোটি ১৫ লাখের বেশি।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৮ লা্খ ৬৯ হাজা্র ৬৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার একদিনে করোনায় মারা যায় ৯ হাজার ৯৮১ জন।

করোনায় শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৬৫ জন। এদিন গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ লাখ ৮৬ হাজার ২৯৭ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল বুধকার একদিনে শনাক্ত হয় ১৮ লাখ ৯৭ হাজার ১৭২ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ কোটি ১৫ লাখ ২২ হাজার ৮৮৩ জন। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৭ কোটি ৭ লাখ ৮৬ হাজার ১১৬ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৪  হাজার ৪৫৫ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ২৭৯ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ২ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৪৬ জন।

রাশিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় ৭৪৮ জন মৃত্যুবরণ করেছেন, শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ২৮৪ জন। স্পেনে আক্রান্ত ৩৭ হাজার ১০৮ জন এবং মৃত্যু ৪৪৪ জন। দক্ষিণ আমেরিকার ব্রাজিলে ১ হাজার ৪৬ জন মার া গেছেন। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন।

ভারতে গত ২৪ ঘন্টায়  ৫৩৮ জন  মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯৮৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৫৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু ১৯৯ জন। ইতালিতে আক্রান্ত ৫৯ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু ২৭৮ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৮ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ২৭৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!