বিশ্বে করোনায় একদিনে ৮ হাজার ৭১৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২১, ০৯:০৭ এএম

বিশ্বে করোনায় একদিনে ৮ হাজার ৭১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যাও বেড়ে গেছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৩ লাখ ১৬ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৪১ লাখ। বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা একটু বেড়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৩  লাখের বেশি লোক। করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৬৪ লাখ  ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, মঙ্গলবার (১০ আগস্ট)সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৩ লাখ ১৬ হাজার ১০৫ জন মারা গেছেন। সোমবার পর্যন্ত মারা যায় ৪৩ লাখ ৭ হাজার ৩৮৭ জন। রবিবার (৮ আগস্ট) এই সংখ্যা ছিল ৪২ লাখ ৯৯ হাজার ৬৪০। শনিবার (৭ আগস্ট)পর্যন্ত মারা যায় ৪২ লাখ ৯০ হাজার ৪৪১ জন। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪২ লাখ ৮০ হাজার ৩৬২ জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত ছিল  ৪২ লাখ ৭০ হাজার ৮৯ জন।

এই হিসেবে মঙ্গলবার (১০ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় ৮ হাজার ৭১৪ জন মারা গেছেন। সোমবার একদিনে মারা যায় ৭ হাজার ৭৪৭ জন। রবিবার (৮ আগস্ট) গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ হাজার ১৯৯ জন। শনিবার মারা যায় ১০ হাজার ৭৯ জন।  শুক্রবার একদিনে মারা যায়১০ হাজার ২৭৩ জন,বৃহস্পতিবার (৫ আগস্ট) ১১ হাজার ৪১০ জন, বুধবার (৪ আগস্ট) ৯ হাজার ৭৯৩ জন ও মঙ্গলবার (৩ আগস্ট) ৮ হাজার ৫৫৫ জনের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১০ আগস্ট) সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ২৫৭ জন। সোমবার (৯ আগস্ট) করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২০ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ১৫৭ জন। রবিবার (৮ আগস্ট) পর্যন্ত এই সংখ্যা ছিল ২০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬১। শনিবার পর্যন্ত ছিল ২০ কোটি ২৪ লাখ ৩ হাজার ১৬৩ জন। শুক্রবার  পর্যন্ত  শনাক্ত হন ২০ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন। 

এই হিসেবে মঙ্গলবার (১০ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন৬ লাখ ৯২ হাজার ১০০ জন। সোমবার (৯ আগস্ট) শনাক্ত হন ৪ লাখ ৬৩ হাজার ৯৬ জন। রবিবার (৮ আগস্ট) একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। শনিবার একদিনে ৭ লাখ ৫ হাজার ৭১০ জন, শুক্রবার (৬ আগস্ট) ৭ লাখ ২ হাজার ৭১১ জন, বৃহস্পতিবার (৫ আগস্ট) ৭ লাখ ৩৫ হাজার ৫৩৯ জন ও বুধবার (৪ আগস্ট) ৫ লাখ ৬৪ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন। সোমবার (৯ আগস্ট) পর্যন্ত সুস্থ হন ১৮ কোটি ২৭ লাখ ৪০ হাজার ৮৬ জন। রবিবার (৮ আগস্ট) পর্যন্ত ১৮ কোটি ২৩ লাখ  ১৩ হাজার ২৪১ জন সুস্থ হয়েছেন। শনিবার (৭ আগস্ট) সুস্থ হন ১৮ কোটি ১৯ লা্খ ৪ হাজার ২১৫ জন, শুক্রবার (৬ আগস্ট) পর্যন্ত ১৮ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৭৯৭ জন, বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত ১৮ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৮৯৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

এই হিসেবে মঙ্গলবার (১০ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১০৭ জন। সোমবার (৯ আগস্ট) একদিনে সুস্থ হন ৪ লাখ ২৬ হাজার ৮৪৫ জন। রবিবার (৮ আগস্ট) একদিনে ৪ লাখ ৯ হাজার ২৬ জন, শনিবার (৭ আগস্ট) ৪ লাখ ৫৫ হাজার ৪১৮ জন, শুক্রবার (৬ আগস্ট) ৪ লাখ ৫১ হাজার ৮৯৮ জন ও বৃহস্পতিবার (৫ আগস্ট) ৪ লাখ ৭০ হাজার ১৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।  

করোনায় সক্রিয় রোগী

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১০ আগস্ট)  পর্যন্ত বিশ্বে কিরোনায় সক্রিয় রোগী রয়েছে ১ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার ৯৫৯ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৯ হাজার ২৪২      জন। সোমবার (৯ আগস্ট) পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৬৮৪ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ছিল৯৮ হাজার ৮৮০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

Link copied!