মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর বেলা ১২ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬ লাখ ৬৭ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। এসময় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন। আর করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন।
যুক্তরাষ্ট্র:
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৫ লাখ ৪৮ হাজার ১৩ জন মারা গেছেন। এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৮৬। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৫৫১ জন।
ব্রাজিল:
বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এ দেশটিতে মারা গেছেন ২ লাখ ৭৯ হাজার ৩৬০২ জন । মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৪৭৭জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১ লাখ ১১ হাজার ৯৫৪ জন।
মেক্সিকো:
মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রতিবেশি এ দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৭ হাজার ৭২৯ জন। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৯৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৯৩১ জন।
ভারত:
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ২৩৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৮৯২ জন। দেশটিতে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ২৭ হাজার ৫৪৩জন।
যুক্তরাজ্য:
যুক্তরাজ্যে মোট শনাক্তের সংখ্যা ৪২ লাখ ৬৩ হাজার ৫২৭ জন। দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত মোট সৃস্থ হয়েছেন ৩৫ লাখ ২৬ হাজার ৭১৫ জন।
চীন:
করোনাভাইরাসের উৎসদেশ হিসেবে পরিচিত চীনে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ৪ হাজার ৬৩৬ অপরিবর্তিত রয়েছে। দেশটিতে নতুন করে ১৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬২ জন। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ২৪৪ জন।
দক্ষিণ কোরিয়া:
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৩৬৩ জনের দেহে করোভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্য্ ৯৬ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। এপর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৬৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। আর এপর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ২৫৫ জন।
ইউরোপ:
করোনায় আক্রান্ত হয়ে ইউরোপের দেশ ইতালিতে ১ লাখ ২ হাজার ৪৯৯ জন, ফ্রান্সে ৯০ হাজার ৭৬২ জন, রাশিয়ায় ৯২হাজার ৪৯৪ জন, স্পেনে ৭২ হাজার ৪২৪ জন, জার্মানিতে ৭৪ হাজার ১১৫ জন, তুরষ্কে ২৯ হাজার ৫৫২ জন মারা গেছেন।
এছাড়া লাতির আমেরিকার দেশ আর্জেন্টিনায় করোনা আক্রান্ত হয়ে ৫৩ হাজার ৮৩৬ জন, পোল্যান্ডে ৪৭ হাজার ২০৬ জন, চিলিতে ২১ হাজার ৭৭২ জন মারা গেছেন। এবং দক্ষিণ আফ্রিকায় এপর্যন্ত করোনায় ৫১ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।