বেলজিয়ামে টিকা বিরোধী বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২১, ০১:৫১ পিএম

বেলজিয়ামে টিকা বিরোধী বিক্ষোভ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে করোনা ভাইরাসের টিকাগ্রহণ বিরোধী আন্দোলনে সরব হয়েছেন দেশটির একদল নাগরিক। দেশটিতে ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় কঠোর বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ফের আন্দোলনে নেমেছে টিকাবিরোধীরা।

স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) দেশটির রাজধানী ব্রাসেলসে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

অন্তত ৮ হাজার বিক্ষোভকারী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় তারা ‘ফ্রিডম’ বলে চিৎকার করতে থাকেন। পুলিশ বাধা দিতে গেলে তারা পাথর নিক্ষেপ করেন। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ।

উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকেও ব্রাসেলসে বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়ায়। ওই ঘটনার পর বহু মানুষকে আটকও করে দেশটির পুলিশ।

সূত্র: রয়টার্স

Link copied!