করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
রবিবার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবারও ৫ জনের মৃত্যু হয় এই হাসপাতালে। রবিবার গত ২৪ ঘন্টায় ৯০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন রবিার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং তিনজনের উপসর্গ ছিল। করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), মায়া রানি (৬৪), ঈশ্বরগঞ্জের দুলাল মিয়া (৫২), ভালুকার নুরুল হক (৬৫) ও শেরপুর সদরের লুতফর রহমান (৪২)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসক আরও বলেন,রবিবার গত ২৪ ঘন্টায় আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের কোভিড ইউনিটে মোট ৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
এদিকে, ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ”রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯০জন। এই সময়ে ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ২২দশমিক ৮৪।”