যশোরে করোনা শনাক্তের হার ৪৭ শতাংশ। এরই মধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিট পূর্ণ হয়ে গেছে। আইসোলেশন ওয়ার্ডের চিত্রও একই। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
যশোরের সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা শাহনেওয়াজ গণমাধ্যমকে জানান, একদিনে জেলায় ৬০৬ জনের করোনা পরীক্ষা করে মোট ২৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে গত ১৫ জুন শনাক্ত হয়েছিল মোট ২৪৯ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দুইজন করোনা পজিটিভ হয়ে ও আরও দুইজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
রোগীর সংখ্যা বাড়তে থাকায় যশোরে ৫০ শয্যার একটি করোনা হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান গণমাধ্যমকে এবিষয়ে বলেন, বেসরকারি জনতা হাসপাতালটি তারা প্রস্তুত করেছেন। এ কাজে প্রয়োজনীয় জনবল, ওষুধ ও যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছে ঢাকার কেরাণীগঞ্জের সাজেদা ফাউন্ডেশন।
সায়েমুজ্জামান বলেন, সংক্রমণ বাড়তে থাকলেও এখনও জেলায় লকডাউন ঠিকমত কার্যকর হয়নি। তবে বর্তমানে লকডাউন কার্যকরের সব উদ্যোগ নেওয়া হয়েছে। কঠোরতা আরোপ করা হবে।