রাশিয়ায় করোনা সংক্রমণ আকাশ ছুঁয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২১, ০২:১৭ পিএম

রাশিয়ায় করোনা সংক্রমণ আকাশ ছুঁয়েছে

মহামারি করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায়, সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৭৮০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭০২ জন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

গত কয়েক সপ্তাহজুড়ে করোনা মহামারিতে রাশিয়ায় আকাশ ছুঁয়েছে সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে দেশটির বাসিন্দাদের মধ্যে টিকা গ্রহনে তীব্র অনীহা দেখা দিয়েছে। গত সপ্তাহে করা এক জরিপে দেখা যায়, রাশিয়ার ৫৪ শতাংশ লোকজনই টিকা গ্রহণের বিষয়টি নিয়ে ভাবছে না।

এদিকে টিকা নেওয়ার পরিমাণ বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে মস্কো। সম্প্রতি দেশটিতে চাকরিজীবীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়। এর জের ধরে গত সপ্তাহগুলোয় কিছুটা বেড়েছে টিকা গ্রহণের প্রবণতা। গতকাল পর্যন্ত রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১৩ শতাংশ টিকা নিয়েছেন।

রাশিয়ায় প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৯২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে। দেশটিতে গত মে মাসের শেষ পর্যন্ত করোনায় কমপক্ষে ২ লাখ ৯০ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জরিপকারী সংস্থা রসতাত।

সূত্র: রয়টার্স।

Link copied!